পৃথ্বীশ দত্ত iPatrika Crawler
বহুত্ব-বাদঅনেক বুড়োরা একসাথে মিলিত হলেকেমন করে জোয়ান মরদ হয়ে যায়,অনেক শিশুরা একসাথে হলেবাবার চেয়েও তারা বড়ো হয়ে ওঠে,যুথবদ্ধ পাখিরাও গেয়ে ওঠে বিবাদসংগীত,অনেক অনেক রাত্র একসাথে মিশে গেলেঅমানিশা বলে আর কিছুই থাকে না ।অনেক অনেক দিবস একসাথে হয়ে গেলেচন্দ্রিমাহীন একঘেঁয়ে জীবনের ধারাপাত,বহু জীবন একে এসে একাকার হলে...অনেক তরঙ্গ একসাথে মিশে গেলেতীরে এসে আচড়ে পড়ে উপদ্রুত যাপন !বহু মৃত্যু একসাথে যদি গাঁটছড়া বাঁধেপৃথিবীটা ঠিক পৃথিবীর মতো থাকে না আর,বহু নারী যদি একসাথে আসে, বহুপ্রেম...বাণপ্রস্থে জাগে তখন প্রবল প্রেরণা !তাই বহু'র থেকে বহুদূরে--শুধু রিনিকে চেয়েছি আমি একক হিসাবে ।
... বিস্তারিত
প্রকাশ তারিখ
: ১৮-১১-২০২৩ |
সংখ্যা
: দেহলিজ-১২ |
পাঠসংখ্যা
: ১ জন |
প্রতিক্রিয়া
: