নীলাব্জ চক্রবর্তী
নীলাব্জ চক্রবর্তী
লেখক / সংকলক : iPatrika Crawler
ক্রিস-ক্রস
প্রিয় হরফেরা সেপিয়া
দেওয়াল উপচে কার যেন স্বপ্নের ভেতর
কার যেন
রিফ্লেক্টেড গ্লোরির কথা
ভাবতে ভাবতে
এই ঢিলেঢালা ধাতুর আদলে
প্রিয় ইস্কাপন তবে কে লিখেছিল
অবেলায়
ভাষার ভেতরে ভেতরে
যেসব ক্ষত ও নিরাময়
সম্পর্ক বদলে নিতে নিতে
পাশাপাশি উঠছে নামছে
একটাই কবিতার গ্রাফ বরাবর
উৎসব অর্থে
একটা ভেঙে যাওয়া গান
ক্রিস-ক্রস
রঙ করছে আমাদের...
অনুবাদ
ভাষা যে শরীর হয়ে
ওয়ান-ওয়ে
চলাচল নামের ঘাস অবধি
এই দ্বিধা এই রংরুট
কেমন
একটা বাদামী শব্দ
ঝুঁকে আসবে আসবে
স্বীকার্য একটি ঘন ছায়ায়
ভুলে যাওয়ার কথা
মনে মনে
চোখ পড়ছে
কাগজকলম
ব্যালেন্স করতে করতে
কতটা
অনুবাদযোগ্য হয়ে উঠছে এই কাঁচ...
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস