অনুপম মুখোপাধ্যায়
অনুপম মুখোপাধ্যায়
লেখক / সংকলক : iPatrika Crawler
স্নোয়ি
এমনভাবে সূর্য ডুবছে ভেঙে পড়ছে তোমার হাসির শব্দ
রক্তলাল ও উন্মাদ
এক হাজার ঘোড়সওয়ার মাথা নিচু
শোকপালন করছে
সেনাপতির কুকুর মারা গেছে
রাত্রির হিংস্র পাখি সূর্যের চোখ খুবলে নিল
অন্ধকার নামছে
ভাবছি
কুকুরটা যদি মরে যেত টিনটিনের কত কষ্ট হত
চিরহলুদ
রোদকে রৌদ্র ডাকার মধ্যে পুলক আছে
যেমন ময়লা বুকে অজস্র চোখ জন্ম নিল
সূর্যের চিরহলুদ রং
সাত-সাতটা ঘোড়া তাকে টেনে আনতে পারছে না
কৃষিসমবায়ে দাঁড়িয়ে আমি পৃথিবীর শেষদিনের
সূর্যের কথা ভাবছি
অশান্ত রোদের কথা ভাবছি
মাঝেমধ্যেই ছায়া ঘনাচ্ছে
আজ বিকেলেই নাকি বৃষ্টি শুরু হবে
তার আগে ঝড়
ধানক্ষেতের আত্মমগ্ন ঢেউয়ে
আমি অদিতির শতচ্ছিন্ন আঁচল দেখতে পাচ্ছি
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস