ওভারল্যাপ 

নীলাব্জ চক্রবর্তী




ধোঁয়ার ভেতর ভেতর

আমি তোমার নাম বারবার

কাঁচ পর্যন্ত

হে এই সোনালী ইশকুল

অথচ

পর্দা শব্দটার কোথাও

কেমন ভারী হয়ে

এই যে ব্লু জোন এলো

রীল কাটার শব্দ বরাবর

যে বাফার

শান্ত হয়ে থাকল

কেমন অদ্ভুত সেই কেটে ফেলা ছায়ার দোকান জুড়ে

দুটো স্বপ্ন

কাগজে কাগজে

ওভারল্যাপ করছে...



সর্বনাম


আঙুলছাপের দ্বিধাটুকু নিয়েই

রোল করছে

নতুন কাঁচের জন্য

পুরনো সংখ্যাগুলো আবার

বিলাস ও ভ্রমের কাছে

কে একটা উচ্চারণ হয়ে

এই যতি পর্যন্ত

খুশবু শব্দটির প্রবণতা নিয়ে দিন আসছে

ক্রস-ওভার

একটা অস্পষ্ট দেওয়ালের বর্ণনায়

একটা আলগা রিদম

যতদূর

ছবি করছে নতুন মাংসের তারিখ

ছিঁড়ে ফেলা

তাকে সর্বনাম বলো অপেক্ষা...