যাদব দত্ত
লেখক / সংকলক : যাদব দত্ত
খাজোরাহ
যাদব দত্ত
খেজুর কলোনীতে কে তারার আঙটি পরায়
কলসি ভরা ছোট ছোট ঢেউ ডিমনা লেক
চবুতরায় ঠোঁটে বাচ্চা শিশির তুলছে পাখিরা
পাখিরায় স্রোত নামে তাকে আঁখমাড়াই কল বলি
মথুরাপুর জঙ্গলের মুখে এটাই হাসপাতালের সিঁড়ি
মের্টেনিটি ওয়ার্ডে সেলাইন বলছে
নতুন বৌ কথা কও
খাজোরাহের মাজন তোমার
কোথায় গড়ালে ঢিপ ঢিপ কলসি
স্টেথিসকোপ ওটাই সৌমেনের বাঁশি
সর্বক্ষনের শিউলি সিঁড়ি সিঁড়ি বলে ডেকো না
আইবুড়ো শীতে তোতলামি দৌঁড়াচ্ছে
রাস্তাটা যাবে রাণিলক্ষীবাঈ কুসুমে
উৎকল পায়ে হাঁটছে নিজামুদ্দীনও
সংসার পাণিপথ ফল তবু দুচোখ সবুজ
খোদাই করা দেহে কান্নার গন্ধ
সাফসুতরো চিকিৎসার কত জল
নাভির উন্মনা হাঁটুতে আর
ভ্রু ফেলোনা শালগাছের জেলা শহর
তোমার পোষা নাম যাদু বাছা
কাঁটাতে ফিনকি ফেলো না
ঠিকানা
নেমে যদি যাও বুকের কলমে চোখ খোলো
শীত শেষে গাছেরাও সবুজ মনখোলাতে নামবে
মৃদুর ছবি রাত শেষের চাঁদ
বড্ড মায়ার যেতে চায় না
যেন খুন চুরি করবে ঘসা মাজা চিঠির
পুংকেশর অনেক কিছুই খেতে চায়
শুধু নিজেকে খায় যা কখনো অনেক হলো না
রাগ করলেও বলি
দেশলাই তোমার কোমরের দিকেই ছুটবে
যে সন্ধ্যা গান উগরে পাতাখোলা নদী হলো
জলের ভেতরে যার জলের রেলিং
হারানো মোরাম পথের তিথি শহর
যাকে নিভৃতে কেউ খুন করছে
আড়ালেও দিচ্ছে ছাইবেলার ঠিকানা