মধুছন্দা মিত্র ঘোষ
লেখক / সংকলক : iPatrika Crawler
ভ্রমণ কাহিনী - ম্যাকলুস্কিগঞ্জ
লোকেশন -
ঝাড়খন্ডের লাতেহার জেলার এক শতাব্দীপ্রাচীন জনপদ ম্যাকলুস্কিগঞ্জ
ইতিহাস -
ম্যাকল্যুস্কি সাহেবের স্মৃতিবিজরিত এই প্রাচীন জনপদটি এককালে ব্রিটিশ এবং অ্যাংলো-ইন্ডিয়ানদের খুবই পছন্দের জায়গা ছিল। তাঁরা বলতেন 'Mini London'। আজও ব্রিটিশ জমানার কিছু বাংলোবাড়ি, গির্জা, অট্টালিকা, চ্যাপেল, কবরস্থান, নজরমিনারের অস্তিত্ব রয়েছে। তবে সবই ভগ্নপ্রায় ও অতীতের সাক্ষর নিয়ে কোনক্রমে টিকে রয়েছে।
সেই মুহূর্তে ভালোমন্দ লাগার কথা -
বিকেলে যখন আনমনে এখানকার পথ ধরে হাঁটছি বা ভোরসকালে ইতিউতি পায়চারি করছি, মনে হচ্ছিল, কোনও এককালে তদানীন্তন সাহেব-মেমরাও এই পথেই হাত ধরাধরি করে হাঁটতেন বা ঘোড়ায় চড়ে পরিক্রমা করতেন। আজ এতবছর পর আমিও তো সেই পথে অলস পদচারণ করছি। পুলকিত হই।
নিজের মনের কথা -
কিশোরী ও সদ্য তরুণী বয়সে, সাহিত্যিক বুদ্ধদেব গুহের লেখা পড়ে ম্যাকলুস্কিগঞ্জ আসার আগ্রহ মনে পুষে রেখেছিলাম।
ক্যামেরা -
OPPO Mobile
আলো -
দিনের স্বাভাবিক রোদের বা ছায়ার আলো
সময় -
অক্টোবর ১৩ ও ১৪ অক্টোবর ২০২১ (দুর্গাপুজো)
১)
সর্বধর্ম সমন্বয় মন্দিরে পূজিত হচ্ছেন রাধা-কৃষ্ণ বিগ্রহ। সামনে দানপাত্র
ব্রিটিশরা রাতুরাজের কাছ থেকে জমি অধিগ্রহণ করে গোমো থেকে ডালটনগঞ্জ ছুঁয়ে ডেহেরি পযর্ন্ত C.I.C. Section রেলপথ পাতা শুরু করেছিল। ঘন জঙ্গল কেটে মাইলের পর মাইল রেলপথ বসে ছিল। ছবিটি ম্যাকলুস্কিগঞ্জ লেবেল ক্রসিং থেকে তোলা
রাতু রাজপ্রাসাদ। ২০০ বছরের প্রাচীন নাগবংশীয় সাম্রাজ্য। মহারাজ উদয়ভানু প্রতাপ শাহ্ (১৮৯৯-১৯০১) স্থাপিত রাজপ্রসাদ।
রাতু রাজপ্রসাদের প্রবেশতোরণের পাশে প্রচুর রক্তাক্ষয়ী যুদ্ধের সাক্ষী, যুদ্ধ কামান
১০)
ম্যাকলুস্কিগঞ্জ স্টেশন। কোনও উঁচু প্ল্যাটফর্ম নেই কিন্তু। হলুদ বোর্ডে কালোরঙে লেখা অদ্ভুত বানান। ইংরেজি অর্ধেক 'c' নীচে দুটি আঁক কাটা। তারপর ক্যাপিটাল 'C' এবং সম্পূর্ণ বানান