জিতবেই মিত্রপক্ষ



শাশ্বতী নন্দ






আড্ডা হবেনা কেন

নিশ্চয়ই হবে– ধুম,

যদি খুলে রেখে আস

ধর্ম বর্ণ ক্ষমতার পোশাক-আশাক





পোশাক পোশাকই থাক

স্থান কাল ঋতু পাত্র ভেদে

খোলা পরা ধোয়া কাচা

নির্মোহ ফেলে দেওয়া শতচ্ছিন্ন হলে।





আড্ডা হোক মানুষে মানুষে

ম্যারাথন-

বিনিময় হৃদয় মনন

খুলে যাক নিমীলিত তৃতীয় নয়ন





মিত্রপক্ষ জিতবেই

ভুখ মারি গরিবির যাবতীয় রণ।






মন্বন্তর








দরজা খোল

দরজা খোল

দরজা খোল





বাইরে অন্নপ্রত্যাশী

প্রেমপ্রত্যাশী বিপুল জনতা,

ভেতরে বধির কজন।





প্রতিদিন খবর

মানবতার মন্বন্তর।








তবু এইই পথ








বিশ্বাসের ভাঙা টুকরোগুলো

একটা একটা করে বিদ্ধ হয় চেতনায়

আর

নিঃসীম ব্যথাস্রোতে মুছে যায় চরাচর।





তবু এইই পথ- বাঁচার

অন্য পথে খোঁড়া শুধু

নিজেরই কবর।