রূপশালী ধান

 


আমাদের যখন ঘুম ভাঙলো,

তখন আমরা এক মায়াময় অরন্যের মাঝে বসে আছি।

গম্ভীর ঝিঁঝিঁর ডাক, 

একেবারে জানিয়ে দিয়েছে

এখানে নির্জনতা অন্য নামে পরিচিত। 

তাহার উদাসী হাতে হাত রেখে 

পথচলা শুরু।

ওদিকে রূপশালী ধানের ক্ষেতের 

সোনালি হাতছানি ডাক দিচ্ছে 

ঠিক উপত্যকার কিনারায়। 

মুহুর্তরা প্রজাপতি হয়ে উড়ছিল

তার মুখে, চোখে, এলিয়ে পড়া চুলে।

আমরা পেরিয়ে যাচ্ছি ধানক্ষেত, 

উপত্যকা, গ্রামের সীমানা! 

আমরা পেরিয়ে এসেছি

একখানা গোটা উপাখ্যান!  

এইসব নির্জন বনপথে হেঁটেছে শ্বাপদ, 

সেইসব হিংস্রতা কেমন অনায়াসে জয় করে,

অন্তবিহীন সেই পথের প্রান্তে আবার শুনতে পাওয়া,

আরো কতো দূরে ?