শুভ আঢ্য
শুভ আঢ্য
লেখক / সংকলক : iPatrika Crawler
বসন্তদিন
মানুষ জন্মানোর দিনে জোনাকিগুলো আলো দেয়
আর অযথা ঘোরাফেরা করে, অথচ আলোর বদলি
লেখা সেদিনই আমগাছের গোড়ায়... কিভাবে ও কেন
অভিভূত হওয়া এই প্রাক-চল্লিশে, এখন যৌবন প্রেম চায়
বয়সভিত্তিক; আর নদী, আর ক্যাণ্ডেললাইট
সে তো ঝুঁকি, সে তো পুরোনো প্রণয়ের গলায় বো-টাই
ফাঁস তার কিভাবে যেন বসে অক্টেভে হলুদ পাখির মতো
মুখেতে পলাশ ডাল, পেছনে পাহাড়, পুরুলিয়া
মানুষ জন্মানোর দিনে জোনাকিগুলো পরে মুখোশও
সেই গ্রাম, সেই কিলো ও ছ'টাক পেরিয়ে খানকতক ঝগড়া
পুরোনো বক্সার, পুরোনো নাইটির তলায় আরও পুরোনো শরীর
আর ছেড়ে যায় কত ঘোরাঘুরি, কত আমগাছ, কত যৌবন
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস