আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

ছ্যাঁকা যে কেমন লাগে, সবাই জানে।


পুড়ে ঘা তৈরি হবে, তবেই তো সে

জ্বালাবার সাহস পাবে লিখতে বসে …..

তারও খেল পাল্টে যাবে পরের দানে


যে ছিল নিয়মভাঙা পাগলা ঘোড়া

সে হবে সস্তাদামের রাঙতামোড়া

নো বলে এল . বি হঠাত্, উনিশ রানে


তবু তার শিরদাঁড়াকে জল ভেবো না।

তুমি যা চাইছ সে তো হয় না সোনা

সকলেই রাস্তা খোঁজে পরিত্রাণের


অথচ মানুষ মরে দুর্ঘটনায়

মরা লোক অনেকখানি হালকা শোনায়

একথা জেনেও যদি মন না মানে –


আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে

যা খুশি, যখন খুশি ছোঁয়াও প্রাণে –


দেখি, কে সাঁতরে বাঁচে এই তুফানে!