Olivier Deprez
লেখক / সংকলক : iPatrika Crawler
কাঠখোদাই - মোনালি রায়-অলিভার ডিপ্রেজ
উডকাট চিত্র ১- মোনালি রায়
কবিতাঃ ঘরকন্না (মিতুল দত্ত)
সবকিছু দাঁড়িয়ে যাবে, যত সব কাহিনীকঙ্কাল
মাছের শরীর নিয়ে জল থেকে উঠে আসবে ঠিক
সমস্ত কুয়োর নীচে
শান্ত এক দেশ আছে মেয়েমানুষের
পুরুষ চায় না তারা, রাতে শুধু উঠে আসে
পুরুষের স্বপ্নদোষ শরীরে ধারণ করে
গর্ভবতী হয়
পুরুষসন্তান হলে কুকুরের মুখে ফেলে দিয়ে
বাসনমাজার গল্পে ফিরে যায় তারা
আমি সেই দেশে যাব
কুকুরের মুখ থেকে তুলে আনব ঠাণ্ডা হাড়গোড়
এই ভেবে আজ
কুয়োর দড়ির ফাঁস দু'পায়ে পরেছি আর
আমার মৃত্যুর পাশে গল্প জমে উঠছে খুব –
সকালে কী রান্না হল
বিকেলে কী জলখাবার হবে...
উডকাট চিত্র ২ - মোনালি রায়
Wood Cut Print..... Olivier Deprez
কবিতাঃ অভিমুখ (পীযূষকান্তি বিশ্বাস)
আমারও একটা উত্তরের ইচ্ছা,
আর লা-জবাব দক্ষিণ
কথাটা পাড়তেই
এদিক ওদিক
খিদেটা বিখরে গিয়ে প্রচণ্ড চৌচির
স্কুলের ক্লাসে ঘণ্টা পড়লো কোথাও
পেন্ডুলাম থেকে পেড়ে আনা দোলন
মাকুমানুষের কাছে ফেরী করে যায়
এই শহরের ঘনত্ব আর বিস্তার
যেখানে নির্বাক দেওয়াল ঘড়ি
ছুটিকে দেওয়াল করে
এই আমাদের ছুট ছুট
এই মাত্র অল্টোকে টপকে গেলো হুন্ডাই ভার্না
প্রতিযোগিতা থেকে ছিটকে বেরোল হরিণ ছানা
ওত পেতে থাকা ক্ষিপ্র ভুখা শের
ব্যাং ইট
শুধু একটা ঝটকার অপেক্ষায় থাকে
অভিমুখ
দিকবলয়ের আংটি থেকে ঝলসে ওঠা আগুনচিত্রে
ওঁত পেতে থাকা কোন একটা গ্রহণ
কখন যে চাঁদের গায়ে
চাঁদ লেগে যায়
উডকাট চিত্র ৩ - মোনালি রায়
Wood Cut Print..... Olivier Deprez
কবিতাঃ আমার বেঁচে থাকা ( যশোধরা রায়চৌধুরী )
কী কী ভুলে গেছি তার তালিকা করিনি
পার্শ্বচরিত্রের মত থেকে গেছি নিজের জীবনে
অতিকায় গল্পগুলো ঠুশে ঠুশে ছোট্ট আলমারির
ভেতরে রেখেও শেষে স্বপ্নেই পেয়েছি নিজের পরিচয়।
দায়িত্বহীনের মত কথা বলতে দুবার ভাবিনি
অস্বাভাবিক হইনি। সাধারণ হালকাফুলকা আমি
মন খারাপের মধ্যে ডুবে গিয়ে তবুও হেসেছি
লুকিয়ে লুকিয়ে খেয়েছি ভাল লাগা নিষিদ্ধ খাবার।
ভুলেভটকে এসে গেছি সঠিক এই চৌরাস্তার বাঁকে
একা একা কথা বলছে ব্লুটুথের যুবক, দেখেছি
অনেক অটোর ভিড়ে চুলখোলা বাইকের ঈশ্বরী
দেখেছি তাকেও সোজা চলে যেতে গন্তব্যে নিজের
একদিন দুইদিন তিনদিন চলে গেছে আর
পরবর্তী অসুবিধা ভেবে আমি আজকে কাঁদিনি
এবং কেঁদেছি আমি সবকিছু ভুলে যেতে চেয়ে
কেননা অতীতই হল সে আলমারি, অন্ধতমসার।
উডকাট চিত্র ৪ - মোনালি রায়
Wood Cut Print..... Olivier Deprez
কবিতাঃ পুরনো বোতাম ( অগ্নি রায়)
অসুস্থ বোতামের কাছে
শোক লেগে আছে
আলগোছে
বাজুবন্ধে পাঁজরের পাশে,
কন্ঠনালীতে ওঁৎ পেতে,
যেন সুতোর শিথিলতার
কাছে আয়ুকে বাজি রেখে,
কিছুক্ষণের নশ্বরতা পুইয়ে
যথাসময়ে
টুক করে খসে যাবে
উডকাট চিত্র ৫ - মোনালি রায়
Wood Cut Print..... Olivier Deprez
কবিতাঃ _ ( সোনালী মিত্র)
খিদে যেভাবে শিল্প হয় ...
এ পর্যন্ত খিদে নিয়ে দেড়কোটি কবিতার জন্ম হয়েছে
কয়েক লক্ষ উপন্যাস গিলে নিয়েছে শিশুখাদ্য
এবং তাঁদের মায়েদের ঘর্ষণযোনি থেকে যে ধান চাল হয়েছে
সেই সমস্ত কথা , চিতার লেলিহানে ভস্ম হওয়া লাল পতাকার কথা
বলতে বলতে ফলিডল খাওয়া কৃষকের কঙ্কাল এসে
একাডেমি এওয়ার্ডকে পৌঁছে দিয়েছে কবির ঘরে
#
কবির বুক খুব-ইঞ্চি , লণ্ডভণ্ড বিপদকেও হেলায় হারিয়ে
নির্লিপ্ত ভাবে সঙ্গম করতে পারে , নষ্ট আয়নায় নিজেকে নয়
অভাব ও মৃত্যুকে দেখে কাজগের ওপর কালো কালিতে
ফুটিয়ে তোলে গাছ , যে গাছের পাতা নেই , ডাল নেই
ক্রুশ যীশুর মতো খড়খড়ে মরুভূমিতে দাঁড়িয়ে আছে অনন্ত যুগ
কবির স্নেহ নেমে যাচ্ছে কবিতা একাডেমীর সভাপতির দিকে
#
কবি বন্দুক ও বারুদ হতে চান,কবির খাতায় খিদেফুল ফুটে থাকে
কবি শালা ঈশ্বরের মতো শয়তান , ধর্ষণ করেন
তবুও দর্শনের মতো বাণী বিলতে থাকেন
এমনই মজাদার সার্কাসের জোকারও যার কাছে হার মানেন
উডকাট চিত্র ৬ - মোনালি রায়
কবিতাঃ ধরা যাক (সমীর মজুমদার)
ধরা যাক দু'-একটি ইঁদুর এবার থুড়ি কবি
পরবর্তীকালে তারা কেউ
বাঘ হবে, কেউ থেকে যাবে ইঁদুর হয়েই
বাঘেরা আমাকে ভয় দেখায়
আর, ইঁদুরেরা আমার সব
জামাকাপড় কেটে দেয়
ঘর ভরে দেয় অপার্থিব পূরিষে
আমি ওদের অঞ্চল ছেড়ে এইমাত্র
চলে এসেছি, সামনে একটা বড় নদী
ওটা আমাকে পেরোতে হবে, এখন দেখে
নিতে হবে ওপারের ঠিকানাটা কোন পকেটে রেখেছি।