ঘূর্ণন দেখছি ১০: পিঁপড়ার পাওনা লাশ

রাহেবুল

 




একটা লাশ, মুর্দা পিঠে করে ক’জন পিঁপড়া।


আল্লাহ্‌ আল্লাহ্‌ করছিল নাকি মুখে, নাকি হরির বোল দিচ্ছিল। কান পাতিনি। পাতলে হয়তো শোনা যাইত।


জ্যান্ত যে, কীভেবে/কীভাবে লাশ; যদি পীপীলিকারা গুঞ্জন করত, যদি কান পাতা যেত হয়তো সেও যাইত শোনা।


কান পাতিনি। না হাওয়ায় না দেওয়ালে। মুর্দার মিলিয়ে যাওয়া দেখেছি শুধু। পিঁপড়েতে। মাটিতে-ধুলোয়। দেখতে চেয়েছি হয়তো ওই-ই।