ফুল নেয়া ভাল নয় মেয়ে।

ফুল নিলে ফুল দিতে হয়, –

ফুলের মতন প্রাণ দিতে হয়।

যারা ফুল নিয়ে যায়,

যারা ফুল দিয়ে যায়,

তারা ভুল দিয়ে যায়,

তারা কুল নিয়ে যায়।

তুমি ফুল, মেয়ে! বাতাসে ভাঙিয়া পড়

বাতাসের ভরে দলগুলি নড়নড়।

ফুলের ভার যে পাহাড় বহিতে নারে

দখিনা বাতাস নড়ে উঠে বারে বারে।

ফুলের ভারে যে ধরণী দুলিয়া ওঠে,

ভোমর পাখার আঘাতে মাটিতে লোটে।

সেই ফুল তুমি কেমনে বহিবে তারে,

ফুল তো কখনো ফুলেরে বহিতে নারে।