অন্তর চক্রবর্তী
লেখক / সংকলক : iPatrika Crawler
ঘুম
১
আলোর দাঁত ভাঙা শুরু হোলো
ঘুমের নখ
স্বভাবতই
বেড়ে যাবে এখন
দূরবীন
বিষয়ে
কথারাও
কমে গেলো দস্তুর
কাচদুটো খুলে
কেউ
আড়ালে টাঙালো
আর বারান্দায় ঝোলালো
আরও লম্বা
একখানা
জলবারান্দা
তাতে ডুবে যেতেই
কোথাও
সন্ধের গলা কেটে
উঠে এলো
কোকিল
শিস না এলিজি
বুঝে উঠতে
আমরা এখনও
এক হাতে দূরবীন
অন্য হাতে কাচ নিয়ে
অনর্গল বসে...
২
তন্দ্রার পথ চিনে চোখ ফুঁড়ে দেয় দুটি ছুরি
তীরবেগে ঢুকে পড়ে একরাশ পাখিদের খুন
শেকলের নেশা জানে অদম্য ইঁটের চাতুরী
তথাগত সুরে ভাসে স্বরচিত শুকনো আগুন
হাওয়ার খোলসে থাকে অল্প আলোর মালিকানা
জানালায় গজিয়েছে শ্যাওলার অশনি কপাট
স্নায়ুজাল চিরে ফ্যালে বেপরোয়া ভুলের দোটানা
আশরীর ধ্যানলিপি হয়ে পড়ে শোণিতে ভরাট
সনাতন শোকে দোলে ক্রমাগত কিছু দেবদারু
শিরায় জড়িয়ে গ্যাছে অতিশয় রাক্ষুসে তাস
তুরুপের গান গিলে ঢেউ হয় বিদেহী সাঁতারু
উষ্ণীষ ডুবিয়েছে জলের অলীক ইতিহাস
ঘুমভাঙা চোখ থেকে খুলে নিয়ে লাখো দাসখত
গড়িয়ে দিলাম সাদা খরগোশ আর পারাবত...