আমরা বেঁচে থাকি কিংবা মরে যাই, দাশবাবু, এসে যায় না কিছু

যে যার ঘামাচি নিয়ে সবাই ব্যস্ত এখন।

যা কিছু দেখেছি তা কি বলতে পেরেছি ঠিকঠাক

যা লিখেছি, দশ বিশ বাইশ বছর, বোঝাতে পেরেছি কিছু?

শুধু বেঁচে থাকা নিয়ে বেঁচে থাকা শুনতে পাই শিল্পময় খুব

সেসব আমার জন্য নয়

কবিতার জন্য দাদা আমাদের রঘুনাথ রইল, আমি বেরিয়ে পড়লাম।