তোমার বন্দিনী মূর্তি ফুটিল যখন,

দীপ্ত দিবালোকে,

সহস্র ভায়ের প্রাণ উঠিল শিহরি,

ঘৃণা, লজ্জা, শোকে |

পবিত্র বন্দনমন্ত্রে কম্পিত বাংলা

দূর আর্য ভূমি!

মুক্তকণ্ঠে যুক্তকরে ডাকিছে তোমায়,

হে লজ্জাবারিণী— |

সাধনার ধন তুমি ভারতবাসীর,—

সহস্র পীড়নে,

উপবাসে, অনশনে ভোলে নাই তোমা |

দুর্বল সন্তানে

দিব্য মন্ত্রে দিব্য স্নেহে দাও স্থান আজি

মন্দিরে তোমার ;

যায় যাক্ থাক্ প্রাণ, সে মন্ত্র শুনিয়া

জাগিব আবার— |

হিমাচল হবে দূর কুমারিকা পার

কাননে, প্রান্তরে,

নগরে-নগরে ক্ষুদ্র প্রল্লীতে-পল্লীতে,

প্রাসাদে কুটিরে,

কোটি কোটি মৃত প্রাণ, হোমাগ্নির প্রায়

উঠুক জ্বলিয়া,

মা তোর তাপসী-মূর্তি পূজিবে সন্তান

হিয়া রক্ত দিয়া |