শহর নামা



জয়শ্রী  রায়




দ্বারকার ফ্লাইওভারে সন্ধ্যা নেমেছিল.

পলিউশনে মেতেছিল তপ্ত হাওয়া .

এ সন্ধ্যার  মুঠোয় আছে কিছু সেলোফোন,

এস এ মেস এর দুরন্ত চক্র ।



ট্রাফিক সিগনালের চোখাচোখি

চোখের ইশারায় নতকীর চোক ঢুলুঢুলু.

ঝা চকচকে শপিং মলে চলতি স্মার্ট যুবক যুবতীর

যেন রাতচরা এক আনন্দলহরী ।





রাতের পোশাকে রাতের রোজগারে 

চলে যে নিত্য কান্না

মলিন শরীর ঢাকে মৃত্যুদাগ

সেখানে প্রতিদিন কান্নায় ভরা সন্ধ্যা নামে

অনাদরে বাজপাখী ডানা ঝাপটায় ।