দেবযানী বসু
লেখক / সংকলক : iPatrika Crawler
অমরাবতীর সিন্ধু রাগ -- ১
দেবযানী বসু
বনপথ শিকল হল একদিন
ঝিলিক পাতারা কি ভেবে উল্লসিত হয় কে জানে
উলকাঁটা ঘর ড্রপ করছে বন্ধু ও প্রেমিকের নো ম্যানস ল্যান্ডে
স্বপ্ন ভারী হয়ে পড়ায় বহনে অক্ষম আমি
পায়ের আঙুল দিয়ে আল্পনা এঁকে চলি
বৃষ্টিতে আলতামিরা যুগের সৌরভ
না ছোঁয়ার কাঁপা হাত
মানুষের ভিড়ে ছুঁচের হিংস্রতায় সচেতন হয়ে পড়ি
এই বুঝি নতুন নক্ষত্র জন্ম নিল কোথাও
কবিতার গমগমে ঝোড়ো হাওয়া
নিষ্ঠুর মণি চোখ ছিঁড়ে লাফিয়ে পড়ে চিঠিতে
বুলি শেখা পাখিরা বিনয়কাতর
খিনখিনে স্বরে কি যে বলে
মহাজাগতিক চিঠি গ্ৰহ ছেড়ে নক্ষত্রে পৌঁছতে
খোয়ান্টাম রাজ্যে হারায়।
অমরাবতীর সিন্ধু রাগ -- ২
স্বপ্নলতা স্বর্ণলতা দু চোখের পর্দা
মধুমতি গুঞ্জাবতী দুই পাহাড়ের নাম
কাছিমের পিঠ তোলা ঢেউ তাহাদের
বোঝাপড়ার পড়া শেষ হয় নি এখনো
দূরবিন কাঁধে নেমে পড়েছি পৃথিবীর কোথাও যদি আকরিক ডানা থাকে
অজানা আজ পুতুল থেকে পুতুলে ছড়িয়ে পড়া অসুখ
এতবার ডালপালা ছাঁটা হল বীরদর্পে
এতবার ধারালো নখে মমি চেরা হল
এতবার চাবুক আছড়ানো হল ঢেউয়ের উপরে
তারপরও না হন্যতে চর্চা করে অরোরা ডানার দল
প্রত্যাখ্যানের মূল্যই এখন আকাশ ছোঁয়া
তারপরও গরাদখানার মাছ লেজে কস্তূরীমৃগ চাষ করে।