ভেবেছিলাম শিখব পালক

সফল হলাম অস্ত্রচালনায়


সমস্তদিন ধান্দা পেটের

সময় আমার মাংস কেটে খায়


যুদ্ধে জেতা, যুদ্ধে হারা

এই হিসেবেই কাটল সারারাত


অকাজ আমায় করল কাজী

স্বীকার করি, তোমার বাজি মাত


নির্বাসনে একলা থাকি

তোমায় ভেবে উদাস রাখি দিন


মিটিয়ে নিয়ে ঝগড়াক্ষুধা

তুমি আমায় বললে উদাসীন।


বেশ, তা হলে কাজই করি

জল ঢেলে দিই শুকনো পরিখায় …


ভেবেছিলাম শিখব পালক,

সফল হলাম অস্ত্রচালনায়