: যম না :



 মোনালি রায়




কাম না



তুই ছুটছিস, সাকেত থেকে সিরি ফোর্ট, নাংলোই থেকে নয়ডা

কিচ্ছু ছাড়ছিস না

মিনার, বাহার, সৌধ, সমাধি, নামাজ, আজান, চালিসা, চতুর্বিশা

গিলে ফেলছিস মেট্রো ওলা শেয়ারড সিটি ম্যাপ

তোকে গিলে ফেলছে অ্যান্টিবায়োটিক সাপ

এ মুখে গিলে ওমুখে আঁচিয়ে আবার গেলা

তোরা বাংলায় চলমান ৪ হয়ে এই ওগরানোর খেলা খেলেই চলেছিস

আর উন্মত্ত অশান্ত পরিত্যক্ত কামজল ভিজিয়ে দিচ্ছে গোটা শহর





না দিল



তুই এ শহরে থাকিস না। এখানকার হালহকিকত  জানিস না।

এখানে অর্ধ নরমুন্ড কয়েক'শ অ্যান্টেনা আর হেডফোন বসে থাকে।

টুটা ফুটা হাত, আধলা পায়ে গাদা গাদা পেরিস্কোপ, ফাঁপা টায়ার

বাকি যন্ত্র অদলে বদলে কৌন হম কৌন তুম

কার ঘাড়ে কে

অত জটিলতায় যাস না।



এ শহর বুক চিতিয়ে, জান লড়িয়ে জুঁই চিবুচ্ছে এখন তোর জন্য।







মেঘ না



স্ট্রিট ল্যাম্পের হলুদ ত্যারছা আলো মিইয়ে পড়া চাঁদকে তাড়িয়ে দিয়েছে স্কাই স্ক্র‍্যাপারের ওই পারে। জোনাকি লেহেঙ্গা সি থ্রু শিফন। কফিশপ, পাব, ডান্সবার ডিজাইনার আকাশ জুড়ে তারাদের মুড অকেশন বুঝে গোলাপি, বেগুনি, সবুজ, হাল্কা নীল। অনেক অনেক চাঁদ স্বেচ্ছায় রাতের রাস্তায় নেমে গড়াগড়ি খায়, মরে। জানি তোর রোমকূপে তাক লেগে যায়! যত বড় মেট্রো, তত বড় ঘোমটা..... সঙ্গম বা পুজোপাঠ যাই চাস, জুতো-জামা না খুলেই ট্রাভেল স্যাক সমেত ঢুকে যেতে পারিস





না লগি



জঙ্গলগুলোর স্কেচ নিতে ভুলিস না। সযত্ন অন্তর্বাস ঢাকা...  বাবলার ঝোপ আরাবল্লীর আগে হাফ স্লিভস, ফুল স্লিভস না-খোলা রাফ। বাকি হাত পা গলা পীচ, গন্ধা দিমাগ, দিল  বেমালুম আঙুল.... চেটে নিস। রেণুহীন, ধূলোহীন। তোর শরীরে মেখে যাবে যমুনার বর্জ্য, গরম তরল লাভা। খুশি? বাঃ। ফির সে আ না।  দেওয়াল ভেঙে জল গম্বুজ, বিজ্ঞাপন আড়ালে ফাঁকিহীন পরিত্যক্ত গাছেদের দেখতে.... সার সার লাশেদের ফ্র‍্যাকচারড মাথা ডিঙিয়ে তোদের বেহেস্ত, মেহেফিল







ওড় না



তুই এসে জাপটে জড়িয়ে নিবিড় আরো নীল, আরো লাল গাঢ় করে নিবি। শিরা বৃন্ত উন্মুক্ত উদগ্র হয়ে আছে। হাঁমুখ ফাঁক করে মেট্রো সুড়ঙ্গের সিঁড়ি । এক পা, এক পা চলতে চলতে তোর হাত ধরে পলাশ, শিমূল, চূড়া ছড়িয়ে চলে যাবে বহুদূর .... গাড্ডা বুজিয়ে দেবার কেউ নেই। ফ্ল্যাট স্ক্রিনস, মোবাইল লোশনস, পারফিউমড লেদারের অবশেষ ভয়ঙ্কর সিমিলারিটিতে ঝুলে আছে বাদামী গহ্বর,  ওয়ারলেস অ্যাবস্ট্রাক্ট চুনরি । আত্মা ঘায়েল লিপস্টিকে ইম্পোরটেড দামী নখে। খোসা আঁশ ছাড়িয়ে ছড়িয়ে সব দাগ চুষে নিস







না বাহার



তুই বলেছিলি বলে, এবার এখানে বসন্ত এল না।  অ্যাবসেন্ট পরিযায়ীরাও। তোর নতুন ব্রাশের ব্রিসলস কী ভয়ানক ভাবে মানুষ মানুষ গন্ধের, অথচ তুই চেয়েছিলি নীরস নীরব সিটিস্কেপ। সেজেগুজে পটের বিবি হয়ে দ্যাখ যমুনা-পার রেডি।

তুই ফিরে গেলেই কিচেনে কিচেনে আর্টিফিশিয়াল ফাইবারস, চানঘরে রক্ত রঙের রস ঝরে পড়বে।

তুই যে ছেনালিতে ক্লিন বোল্ড, সেটা দেখনদারি।

তোর কাজ হয়ে গেলেই বোরখায় মুখ ঢেকে, যোনীতে তুলো গুঁজে যমুনা ফিরে যাবে