নীলাব্জ চক্রবর্তী
নীলাব্জ চক্রবর্তী
লেখক / সংকলক : iPatrika Crawler
দুপুরে একা একা এই ভাষায় নামবেন না
সেতুর বোতাম থেকে
পড়ে যাওয়া এক থরলিপি
হাওয়ার ভেতর
ফুলে উঠছে নতুন রাস্তার এই যে লাল হয়ে
জলের কাছে
ক্রমশ সরে যাচ্ছে
নোনা দিনগুলোর আওয়াজ
অর্জন করা অথচ এইসব
পাথুরে অভ্যাসের নাম এপ্রিল হয়...
এতদ্বারা ঘোষণা করা গ্যালো
এই ভাষা বিপজ্জনক
যুবতীরা দুপুরে একা একা
এই ভাষায় নামবেন না
তবু
হরফ জুড়ে জুড়ে শুধু কাঁটাতার আর
অচেনা গাছের পাতা উল্টে উল্টে
এই কবিতাটা আরেকদিন লেখা হবে
যখন জাহাজ জাহাজ শব্দে
শ্রেণী ছেড়ে যায়...
পুরনো বাড়ির গায়ে
ফিকে হয়ে আসা এই ন্যারেটিভ
সমস্ত বন্দর জুড়ে বারবার
আমাকে ছিঁড়ে ফেলতে থাকে
ছায়ার দাগ অবধি
কামানের থেকে এক শ্লীলতার দূরত্বে
পাখিদের ফটোগ্রাফ ওড়ে...
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস