পিঁপড়ে



বন্ধুর ধুরি লাঠির ঠি ধরে পেরোচ্ছি পথচিহ্ন সব

বুকজলে খিলিখিলি শঙ্খমোহ - ভেজাঠোঁট ঝিনুক আঁখি ছুঁইমুই যুবতীরা 

পায়ের নূপুরে চেং তুড় গেঁথে, গুঁজে নেয় কোমরের ভাঁজে

উয়াদের সোঁদালদেহ মাতাল ঘূর্ণিপোকা জলফোড়িং ঘুরেঘুরে চ্যাটাচ্যাট চাটে।


থিরপবনে জিরোয় ক্লান্ত মহিষবাথান

খেপলাজালে মৌরালা পুঁটি তোলে একাগ্র ধূম্রলোচন

শিরদাঁড়া বেয়ে কুলকুল নোনাজল

নাভিতল শিরশিরায় ভুভাবনায়।।


হাটুরের হাঁড়িয়া মৌতাত খেজুর তলে মোরাম-বিছানায় 

ধুধু মাঠে একাএক তাল গাছ খরাবুকে মেঘস্বপ্ন দেখে 

ঘূর্ণিপাকে উদভ্রান্ত লাহুলুহান পা

যেথায় যাবার ছিল,কিছু বা পাওয়ার ছিল

উথা কেহ থাকেনা এখন ৷৷৷


মুথা ঘাসের অমোঘ রসায়নে সাঁটা পিঁপড়ে জীবন 

অগ্নিজিহ্বায় আঠালো শিশমপাতা ঘিলুচাটা খরায়

ভুলভুলা গিরিকন্দরে- ঝড়োচুল উদোম মেয়েগুলোকে খেদিয়ে আনছে 

ঘোড়সওয়ার দরিন্দার ঝুন্ড।।।।


মগজঠুসা-কিলবিল পোকা

ও'কার বিছেহার নির্জন পুকুরের ঘাটে

গিলগিলা পাষাণবুকে এখনও উয়ার খুশবু লেগে আছে....