সংবাদ শিরোনামে 

শমিক বসু


ভাঁঙা সময়ের ধারা মিশে গেছে নীলে 

পিছমোড়া বাহুতে বাহু আলিঙ্গনে

আঙুলের ফাঁকে বালুময় , হীম খিদে জমে আছে 

চোখ ঘোলাটে তার –

নোনা বাতাসে জেলেনির কান্না বাজে ।


সংবাদ সম্প্রচারে রেডিও চলেছে বকে

কাছিম গতিতে বাঁধা প্রগতির চাকা ,

সমুদ্র শুধু নিরলস শব বয়ে আনে ।


মৃত্যু নীল সমুদ্রের ঢেউ বুকে রেখে 

মাটির অনেক নীচে ঘুমিয়েছে –

তবু যুবকের মুখ মনে হয় যেন বহু  চেনা 

একদিন আর্যাবর্ত ছেড়ে সঙ্ঘমিত্রা পথে

সাঁচী সারনাথ হয়ে সিংহল সমুদ্র পাড়ে 

হয়তবা রেখেছিলো মানব প্রেমে উদ্ভাসিত 

গভীর সে হৃদয়ের কথা ।


মাথার খুলিতে তার বুলেট গিয়েছে বিঁধে

অহেতুক বোঝেনি সে সাগরের সীমা ,

মৃত্যু সমুদ্র তার বুকের উপর আছড়িয়ে কাঁদে 

উজ্জ্বল মুক্ত সন্ধানে ফিরে গিয়ে তবু 

বারবার শুধু শব বয়ে আনে । 


               ঘরে ফেরা 

             

              আবার এসেছ ফিরে , 

              এতদিন পর এই পথে-কেন ? 

              কিছু নেই এখানে তোমার – সময় কর্কশ ডাকে ,

              চেনা মুখ সরে গেছে দূরে ।


              কুয়াশা কুয়াশা মাখা পথ , ধন্দময়

              তবু তাকে নিয়ে যাবে শেষ আভিঘাতে  ।


             এইখানে ছিলো বুঝি বসবাস তার

             ছেঁড়া ছেঁড়া রোদের জাজিমে 

             বিকেলের খুনসুটি বেলা ফুরিয়েছে ! 

             আগন্তুক পাখি ডেকে ওঠে বনে বনে 

             সঙ্গিনী হারিয়েছে তার !


             বন্ধ কাঁচে পতঙ্গ ডানার আস্ফালন তবু 

             মুক্তি চায় জীবনেরই পথে !


            গুন গুন গান নিয়ে বনপথে 

            একা এক মেয়ে ঘরে ফেরে ,

            আকাস্মিক কেউ আজ থামালো কি তাকে !

            কেউ নেই কোথাও তখন 

            মুখোমুখি দুজনার মাঝে শুধু একা হীম নদী ,

            অপার অভিমান কার জেগে আছে !!