প্রবোধ 



লাল হাতরুটির জন্য এই লাল শূন্যই যথেষ্ট 

রক্তে আটকে যাওয়া কাটা পা

আর মাটির থকথকে বরাভয় 

দুটো কাটা হাত ঘষটে ঘষটে কফিন টানছে

তারই ধ্বনির পেয়াদায় উপকূল 

দুটো কাটামাথার গোয়েন্দা অনুপুঙ্খের ঝাউবন

কফিনে ধড়ের সাদা হাসির কেলাস

কফিনে কৃমির শ্বাস মাংসকে অবিকল সান্ত্বনা দিচ্ছে 




সাঁকো


আরও গরম হয়ে উঠবে অবর্ণনীয় কাচবন

আর ঝুলে থাকা অসম্ভব বাঁকা হাড়ের ধারালো

সূর্যাস্ত এমনই কোনো অপেক্ষার ব্যান্ডেজে

লাল পায়রার লম্বা বিকলন

শূন্যের ভুট্টাখেত খিদমতের ভেড়ার শান্ত

আরও শান্ত জনপদ মহিষের মুণ্ড মাথায় 

ঝিল হাড়ের সামান্য। মৃতের পাঁকের 

মাংসেন অবিমিশ্র কুহু কোথাও পৌঁছুচ্ছে 

শরীর ডাকের ব্রোঞ্জ। লম্বাতর। আরও এক 

গ্রস্তের শিখায়



বাজনা:২


সমুদ্রের চামড়া তুলে সমুদ্রকেই ফুলিয়ে যাচ্ছে 

চার লালরঙের মেয়ে। চার বরফের ফ্যাকাসে সারস

লালরঙের শূন্য চার বধির দেবতার

কাটা হাতে স্তনের বিপুল

গাওনার ধুধু তামা হাওয়াকে চোপাচ্ছে নীল ক্ষুরে

খাঁড়ির রক্ষীচার পিতলচমকানো

কাঁধে জলপায়রার ঘুম

চার মেয়েরঙের শুশুক চার স্লেজের বিস্ফার

চার ব্যাকপাইপার চামড়াতোলা সমুদ্র বাজাচ্ছে