রত্নদীপা দে ঘোষ
লেখক / সংকলক : রত্নদীপা দে ঘোষ
শীতকালীন
রত্নদীপা দে ঘোষ
১
কমলারং
আগুনের কুয়াশায় মেতেছে লেবুমেয়ে
পৌষ ডাকতে ডাকতে বাঁধনের ফুসফুস
আলগা! উড়ছে মোমবাতির আঁচদানি
থোকা থোকা সুরা-পান পেরিয়ে
একটি বোঁটাসুদ্ধ গিঁট গভীর হচ্ছে
সোয়েটাররং অন্দরে!
২
বাড়ন্ত সূর্যরশ্মি
হিমদুপুরে জাগছে চাঁদহত্যার সাধ
সাদা পাথরের আস্তরণে বরফের ভোর
আকাশের সুড়ঙ্গ
বছরশেষের আড়মোড়া
কোথাকার এক শীতশিশু পৃথিবীকে
গরমজামা ভেবে! আলোয়ানের রেণু!
পাহাড়ি পশম! উপহার পরাচ্ছে!
আমিকালীন
১
আকুলতা এমন
যেন কারো সঙ্গে নয়
নিজের সঙ্গে একা !
যেন ঠোঁটের কোহল মুছে নিজেকেই নেমন্তন্ন!
একদিন আসবো তোমার বাড়ি । ভাত খাবো এক গরাসে
শুশ্রূষা হবে লেখা আমোদে, অন্তরে! যারপনাইয়ের তীরে
মুঠো মুঠো চিয়ার্সের বয়াম! আকুলতা এমন যেন
উল্লাসগাউনের টিউনকণা!ঝিকমিক মুখের ব্যালকনি!
২
তারপর না হয় আবার জনহীন। লুডোহীন ছক্কাহীন সিঁড়ি।
এক টুকরো রেলপাতালের শিশিরভূমিকা ! জোনাকির প্রাসাদে
গরীব গুরবো অ্যালবাম! সচরাচরের মায়া মাখামাখি এই
সব থাকা-না-থাকা দৃশ্য! দু’ঘর দূরবীনে মুখরাখা। বাকি
একভাগ হিমযুগের পদক্ষেপে গুটিশুটি শুয়েথাকা!