হারিয়ে যেতে

প্রণব বসুরায়




‘নিরুদ্দিষ্টের প্রতি পত্র’ দেখলেই বুঝতে পারি

হারিয়ে যাবার জন্যে যেকোন অছিলাই যথেষ্ট—

কেউ ভাবে, আষাঢ় মাস তবু কদমফুল কই?

...... যাওয়া যাক কর্ণপুর গ্রামে, ত্রিশূলতলায়...

রোদের শাসন অবহেলা করে যাওয়া যায় বন্ধু-আখড়ায়

সেখানে ঠান্ডা আমেজ, কদম সংক্রান্ত চিন্তা ভেজা ছাতার মতো

--- বাহির বারান্দায়, থতমত...লেপ্টে থাকে

#

চলে যেতে যেকোন যুক্তিই অকাট্য বলে

হয়ত যাব শাদির আসরে—আতর গন্ধের মাইফেলে

যেতে পারি ভিক্টোরিয়ার পরির ঘূর্ণন দেখতে, রাতভর

অথবা বুড়োবিবিতলার মাজারে মাটির ঘোড়ার সংখ্যা

গুনতে, গুনতে, গুনতে, গুনতে তারিখ বদলে যাবে...

#

হক কথা, হারিয়ে যেতে

চুপ থাকাই সব থেকে সুসভ্য সামাজিক এক্সিট ডোর



দেখেছি


একটা কবিতা, এক ভেবে শুরু করার পরে

যদি বাতাস বদলে যায়, পাল্টে যায় স্থিতাবস্থা

তাহলে অবশ্যই নিতে হয় নতুন কাগজ

চেয়ারটাকে ঘুরিয়ে বসার রীতিই তখন

#

আমাদের শতদল ফুটেও, ঢেউয়ে ঢেউয়ে দূরে সরে যায়

নৌকো বদল করে অতিশয় চেষ্টা চলে নাগাল পাবার

ভূমিকম্প হলে জল যে আগেই কাঁপে, কবেই তা জেনেছি

মূল্যহীন চিত্রপটে অকারণে পোঁচড় লাগাই নতুন রঙের

#

অ-পূর্বভাবিত বিষয় নিয়ে লেখাতেও 'শব্দ' বাধ্যই থাকে

পদ্মকে ডাকে, বড়ো আদর করেই--দেখেছি, দেখেছি...