শূন্যকাল পত্রিকা


 


শূন্যকাল পত্রিকা, একটি ওয়েব ম্যাগাজিন । কবি ও সম্পাদক দীপঙ্কর দত্ত দ্বারা এর প্রবর্তন ও পরিবর্ধন । পত্রিকাটি উত্তরআধুনিক কবিতা ও পাওয়ার পোয়েট্রি নিয়ে বিশেষ কাজ করেছে । পত্রিকাটির কিছু সংখ্যা ইউলাসাইটে প্রকাশ পায় । এর ডাউনলোড লিঙ্কগুলো এখানে দেওয়া হলো ।


 







 


২০১৭ এর জানুয়ারি ১০ তারিখে হটাৎ ম্যাসিভ হার্ট এটাকে কবি দীপঙ্কর দত্তের অবসান হয় । কিন্তু তার পত্রিকাটি কবি ও সম্পাদক পীযূষকান্তি বিশ্বাস , এটিকে চালাতে থাকেন । তিনটি সংখ্যা করার পর শূন্যকাল বন্ধ হয়ে যায় ।


তিনটি সংখ্যার ঠিকানা  এখানে দেওয়া হলো ।