ভিতরমহলে খুব চুনকাম, কৃষ্ণচূড়া

এই তো ফোটার আয়োজন

বাড়িঘর কী রকম যেন তাকে হলুদ অভ্যাসবশে চিনি,

হাওয়া একে তোলপাড় করে বলে, একুশের ঋতু!

ধীরে ধীরে সন্ধ্যার সময় সমস্ত রঙ মনে পড়ে, সূর্যাস্তের

ন্নি সরলতা

হঠাৎ আমারই জামা সূর্যাস্তের রঙে ছেয়ে যায়,

আর আমার অজ্ঞাতে কারা আর্তনাদ করে ওঠে রক্তাক্ত রক্তিম

বলে তাকে!


আমি পুনরায় আকাশখানিরে চেয়ে দেখি

নক্ষত্রপুঞ্জের মৌনমেলা,

মনে হয় এঁকেবেঁকে উঠে যাবে আমাদের

ছিন্নভিন্ন পরাস্ত জীবন,

অবশেষে বহুদূরে দিগন্তের দিকচিহ্ন মুছে দিয়ে

ডাক দেবে আমরাই জয়ী!