করোনেশন















অবগাহনের পর


ভরে আছে তৃষিত হৃদয়,


জীবনের জলছবি


এঁকে রেখে চলে গেছি


সুদূর নির্বাসনে।





কোন এক করোনেশন সেতু


আধভাঙ্গা, তিস্তার উপর


দাঁড়িয়ে আছে 


প্রবল জলোচ্ছ্বাস উপেক্ষা করে।





ওপারে অতীত 


আর এপারের বর্তমান 


থেকে থেকে হাতছানি দিয়ে যায়।





নিঃসঙ্গ রাতের কাছে


সঞ্চয় প্রার্থনা করিনি কখনো,


তবুও পিছলে পড়ে 


পেছন ফিরেই দেখি


ধুলিমাখা কুণ্ঠিত স্মৃতি 


কি অপার মমতায় 





এখনো আমায় ডেকে যায়!