শ্যামল বিশ্বাস
লেখক / সংকলক : iPatrika Crawler
কল্পনার জন্ম
তুমি তখন আমার কল্পনায়
হাজারো ভাবনা চিবিয়ে যাচ্ছি
চোখ, মুখ, নাক, গায়ের রং নিয়ে ভাবছি।
তুমি তখন আমার পেন্সিলের শিসে
আনকোরা কাগজে দাগ কাটতেই
ধীরে ধীরে তুমি মানবী রূপ পেতে শুরু করলে।
তুমি তখন চোখ পাওয়ার অপেক্ষায় আছ
অসংখ্য রেখার ছোঁয়ায় চোখের মণি তৈরি হল
আলতো ভাবে চোখের পাতা খুললে, আলো দেখলে।
তুমি তখন কাগজের গায় ভেসে উঠছ
রেখা পড়ছে আর তোমার শরীরে যৌবন আসছে
তারপর চোখ প্রসারিত করে আমায় দেখলে।
তুমি তখন কাগজের বিছানা থেকে উঠি উঠি করছ
পেন্সিলের ছোঁয়া পেতেই উঠে বসলে
তারপরের কিছু ছোঁয়ায় হাত তুলে গা টানা দিলে।
তুমি তখন পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াতে চাইছ
কিন্তু স্থুল রেখা গুলি সেটি হতে দিচ্ছিল না
সরু শিসের সুক্ষ্ম রেখায় সেটিও নির্বিবাদে হল।
তুমি তখন আলো বাতাসের আনন্দ নিচ্ছ
তোমার মুখটা ছবির চাইতে অনেক রাঙ্গা লাগছে
অবাধ্য বাতাসে চুল তোমার মুখের উপর উড়ছে।
তুমি তখন ঠোঁট নেড়ে ধীর গলায় বললে
"আমি তোমার চিন্তায় আছি না হৃদয়ে ?"
"হৃদয়ে" শুনেই খিলখিল করে হেসে মিলিয়ে গেলে।
মূল্য
এই যে প্রতিদিন দাড়ি সেভ করে,
কাপড় বদলে তোমার সাথে দেখা করি
তোমার মনে কি কোন প্রতিক্রিয়া হয়?
এই যে প্রতিদিন পরিপাটি করে চুল আঁচড়ে,
গায়ে আতর মেখে তোমার সাথে দেখা করি
তোমার মনে কি কোন জায়গা তৈরি হয়?
এই যে প্রতিদিন হন্যে হয়ে ছুটে আসি,
বড় অস্থির নজরে নিষ্পলক তোমায় খুঁজি
তোমার মনে কি একটুও করুণা জাগে?
এত বছরে চোখের আলো নিবু নিবু ,
কবেই শেষ হয়ে গেছে চিরুনির ব্যবহার
এখান মাথায় সাদা চুলের সমাহার।