পৃথা দাশ
লেখক / সংকলক : iPatrika Crawler
আবহ ( লক ডাউন ডায়েরি)
পৃথা দাশ
মন ভালো নেই ---দরজা বন্ধ
পথ খোলা আছে , গতিহীন দিন
আমার একটা আকাশ চাই
গভীর নীলাভ, ছায়াময়
ঢেকে রাখব সব দুঃখ
ভালো লাগে নীলচে ঢেউ
তাই কি যন্ত্রণারা নীল হয়ে যায় !
এখন পাতারা নিঃশব্দে ঝরে পড়ে
গুলমোহরের ডালে --চড়াইপাখি দুপুর
নিঃসঙ্গ--- কেউ কোথাও অপেক্ষায় নেই
বাজার হাটে হলুদ , লাল -- গন্ডি , দিনভর
দিশেহারা মেলামেশা , সতর্ক নজরে ,
এলোমেলো হাওয়ায় খবর কানাকানি
দূর থেকে আরো দূরে ---- সরতে থাকে
চৈতালি বিকেলের শেষ সূর্যের আলো
আধখোলা জানালায় উঁকি দিয়ে যায় ,
আর কতো সরে থাকা যায়
কার সাথে লুকোচুরি খেলা ?
কালনাগিনীর নিঃশ্বাসে বিষ----
দেওয়ালে পিঠ ঠেকে গেছে
দূরত্বের শৃঙ্খলায় সবাই একাত্ম ---
এবার নিরস্ত্র প্রতি আক্রমণ
শুধু বেঁচে ওঠার জন্যই
আরও একবার ---- ফিরে আসতেই হবে ।।
দিল্লি মেরি জান
হিসেব রাখতে গেলে
মেলে না কোনো হিসেব
এলোমেলো হাওয়া বেরূখ
পরদা বে আব্রু ,
শিরি গাঁওয়ের মাটির অনেক গভীরে আজও
অন গিনত করোটির টুকরো কথা বলে ।
--জোমেটো, লিটল গোয়া পাবে রাত জঁওয়া
বন্দিশে কুর্নিশে জমে যায় মেহফিল
গভীর রাতে জাহানারার কবরে ঝরে পড়ে ফুল
মাসুকার ইন্তজার এখনও ,
হারিয়ে যায় ভায়োলেট লাইন মেট্রো ট্র্যাকে
দু হাজার ঊনিশের উইন্টার ম্যারাথনে
মাসুক ছত্রশাল বুন্দেলার হার্ট বিট।
প্রান্তিক রোড সাইড ধাবায়
রেডিও মির্চির আওয়াজ ভেসে আসে
'অ্যায় মেরে দিল কে চৈন
চৈন আয়েঁ মেরে দিল কো
দুয়া কিজীয়ে '।।