আত্মকথা



কথাবার্তা শুরু হল টেবিলের সাথে . . .



খাতার গল্প থেকে দূরে দাঁড়িয়ে একটা সকাল

হাঁটতে চাইছে বলে বিকেলের পড়ন্ত রোদ

তোমার বিষয়ে সন্ধ্যাকালীন চায়ের প্রস্তুতি



থম থমে চারটে দেওয়াল

জানালা খুলে দেয় পরবর্তী দিনের জন্য





জীবনের বর্ণমালা 



ভালো থাকার দিনগুলো পোশাকহীন

আড়ালে তার আলোচনায় মশগুল

মৃত মানুষেরা



ফাঁকা ঘরে মনে পড়ছে তোমার গন্ধ



জামা তৈরির প্রস্তুতি পর্বে শিখে নাও তার হাত সেলাই