প্রসেনজিৎ দাশগুপ্ত



ন হন্যতে




১. ক্ষিতি



এখানেই জন্ম তোমার,

ফেরালাম সেই মাটিতেই

শুয়েছি তোমার পাশে আমি,

মিশেছি তোমার শিকড়েই...



২. অপ



ঢালো জল পরিমান মত,

শরীরের তিন ভাগ মেপে

যেভাবে চেয়েছে তর্পন -

পিতৃপুরুষ, সংক্ষেপে...



৩. তেজ



তাকে দাও চুল্লির ভাষা,

মাত্রাজ্ঞানের পরিচয়

পাটকাঠি জ্বেলে চেনা পথ,

এত আলো! এত বিস্ময়!



৪. মরুৎ



স্থিত হলে শরীরের ঘাম

হাওয়া করি, রন্ধ্রে শুকাও

এই দেহ হৃদ-মরুভূমি

ক্ষতে তার বালুকা ওড়াও..



৫. ব্যোম



তারপর যা যা কিছু বাকী

ছুঁড়ে দি শূন্যে...মিলাবেই...

শুয়েছো আমার পাশে তুমি

মিশেছো আমার শিকড়েই!