সময়ের অসুখ" বা...

মোনালি রায়




]হলো~


বাজারে তাজা হৃৎপিন্ড, ঘিলু চড়া দরে

মুখে রক্ত উঠে এলে গোলাপ ও চিতল এক খাতায়

যত স্বাদের স্ট্র‍্যাপলেসে রাঁধুনী তত ঝোল-অম্বল নয়

প্রতিদিন মরা চোখের গামলা

উপুড় হচ্ছে পাবলিক ভ্যাটে 

জোনাকি কফিনে মিলছে রক্তশূন্য কানের ফসিল 

মাংস বাসি হতে দিলে পঞ্চভূতের ভোজ 

যেখানে, সুখী রাজপুত্র ও তোতাকাহিনী গল্পের  পুনঃ এবং পুনঃ বিনিয়োগ


]গ্রাফ~


১ কামড় ভুলে, ঘাড়ের পজিশন তিনমাত্রায় নিখুঁত নিয়েও  বাঘ'ই যদি  এলিয়ে গেল, হে সংগ্রাম!  একা ল্যলাবাই,আবারও ভবে।  এ সময় কাটবে কবে!

২ কিউবিকলে কড়া পাহারায় অনুসরণের দরজা।  ভয়'এর টা সবার আগে।  কর্নেটোতে মেঘ যদিও ট্রেন্ডি, কুয়াশা'কে আলুনি লাগে

৩ আলোকে ড্রামে গুলে নেওয়া হচ্ছে। অমৃত'য়  মিশছে কুড়নো বীজ। এরপর কাপড়ে জলছাপ দিলে উড়ে আসবে ইউনিকর্ন। ভেজা বারান্দায়, যখন তখন



~অফ টাইম[


অসহিষ্ণু জিভ অপেক্ষার অবসান চায়

যেকোন পারমিয়েবল মেম্ব্রেন সগর্বে ভেঙে দখলে নেবে দূর্গ

প্রতিটি শূন্যতার হাতে ত্রিশূল 

প্রতিটি পুকুর আস্কারা পেলে সমুদ্র

যত আকস্মিক ঢেউ, তত যুদ্ধ

যোজন দূরত্বে পেতে রাখা সিঁড়ি আর নাগালের মধ্যে হাত বোমা

দৃশ্যান্তর অবশ্যম্ভাবী সময় ও  স্রোতের 

তার আগে যে অবসর, সবটাই ফুল ফোটানোর