ঘরে ফেরা      



 আলো নিভিয়ে কিছু জোনাকি বসে আছে বৃন্তে,  শুনছে ক্লোরোফিলদের  গল্প

 নম্র নদীটি জানে কি রকম বেগে  স্রোতকে যেতে দিলে ফেরে লাজুক শামুকেরা

নেমে আসে আকাশ আলো করে গোলাপি ফ্লেমিংগো আর স্নিগ্ধ সারস

নিভে আসছে ঋতুর আঁচ, ভোরবেলাতেই নিবিড় এক শীতলতা আর্ত করে মন

ঘরে ফেরার কথা ভাবছে  দূরদূরান্তে  ছড়িয়ে থাকা ভালোবাসামাখা  মানুষেরা 

দীঘি জুড়ে দোলে পদ্মবীজ। কিছু ফুটন্ত শালুকে রং ও ফড়িং জেগে থাকে।

ক্ষীণ শব্দেই জলে ঝাঁপিয়ে নামে ব্যাংগুলি; ডানা ঝেড়ে নিমেষে উধাও হয় জলপাখিদল।   


দোমেটের পরে ঘামতেল,  চক্ষু ও অস্ত্রদান,  আসন-অঙ্গুরীয়ের পরে মাটি কেঁপে ওঠে

নহবতের সুরে। ফ্লাইট কি স্ক্যাজুয়েলে আসছে? প্লেন ল্যান্ড  করছে কখন? ঘুমের ভেতরে 

এখনও কি তুমি কথা বলো আগের মত? ভোর-ঘোরে বিছানা হাতড়াও প্রিয় স্পর্শ চেয়ে? 

শখানেক পাখি কি ঘাসে নেমে দেয় শিষ এখনও? বিদ্যুত গতিতে ওড়ে যুবক হরিণ?

গুড়পিঠে  রেখেছি  হাঁড়িভরে  শুধু তোমার জন্য, আর জমিয়ে রেখেছি পুজো-সংখ্যাগুলি,

ঘরের মানুষ ঘরে ফেরো এইবার, সেই কবে থেকে যে পথ চেয়ে আছি, সে খেয়াল আছে?