রবীন বসু
লেখক / সংকলক : iPatrika Crawler
হৃদয়কথা
১
তোমাকে হৃদয়কথা বলে দিতে চাই
শুকনো মাঠে শীর্ণ গাছ, পাশে তার ছায়া
আমিও তোমার পাশে ছায়া হয়ে যাই!
যদি অবুঝ হই, তুমি কি বকে দেবে খুব?
দূরছাই করে তাড়াবে আমাকে
আমি মাটি হয়ে লেগে যাবো পায়ে!
তবুও হৃদয়কথা বলে দিতে চাই
কত প্রেম চেপে রাখি বুকের গভীরে
আগামী বসন্ত মাসে দেখা হবে
শীর্ণ ওই নদীটির ধারে!
২
যে পথ গিয়েছে চলে
যে পথে গিয়েছে চলে নানুরের রামী
সেই পথে ধুলো মেখে বসে আছি আমি চণ্ডীদাস
'রজকিনী প্রেম' নিয়ে ছিপ হাতে পুকুরের পাড়ে।
যদি ফিরে আসে রামী অবেলায়! যদি তার
সিক্ত বসন থেকে ঝরে পড়ে প্রেম অনুরাগ
ছিপের বঁড়শি গাঁথে মাছের মুখ; আজ দেখি
গ্রামদেশে অন্ধকার নেমে আসে দ্রুত
রামীরা ধর্ষিত হয়, চণ্ডীদাস জিভ বন্ধক রাখে
বিশালাক্ষী মন্দির ঘিরে ধর্মের ধ্বজা উড্ডীন…
বৈষ্ণবের খঞ্জনি থেমে গেছে, বাউলের একতারা
সুরহারা, হিংসা আর হিংসা নিয়ে
রাজনীতি চেয়ে আছে, অন্ধকারে ভূত যেন মানুষ
অন্নের ক্ষুধা নিয়ে গৃহহীন ছুটে মরে আধার কার্ডে!
এই সেই ভারতবর্ষ। রামী আর চণ্ডীদাস বিলুপ্তির পথে!