শানু চৌধুরীর কবিতা

শানু চৌধুরী



 ★

'আমি আছি' এই জ্ঞান থেকে পৃথিবী নেমে যায়

মায়ের স্তন থেকে যে ক্ষীরধারা নেমে এল, তা কি সৃষ্টি নয়?


পশুদের মুখে মুখে আজ বেদনার কান্না ঘুরে বেড়ায় 

রোদনের ভাষা তুমি কি বুঝতে পারো না?


অনেককাল হল, আমি জেনেছি আত্মরক্ষায় কোনো দয়া নেই।

আদ্যাশক্তি মায়ের দুধে বিরাজ করছে এখন।

যেখানে ক্ষণে ক্ষণে প্রাণ জুড়িয়েছে,যেখানে ছড়িয়েছে চাতকের ঠোঁটের মতন 

কোটি কোটি জিভ,তা কি অতিপাতক!


আমাদের ঘুম চলে গেছে। মায়ের লীলায় বেঁচে আছে সন্তান।

'আমি আছি' এই জ্ঞান থেকে পৃথিবী নেমে যায়। 

ভোজ্য প্রস্তুত হওয়ার আগে নেমে আসে সন্ধ্যার বাতি।


ঝিঁজিট রাগের মতো ঝরেছে করুণা

            লণ্ঠন নামানো হয়েছিল যখন


লণ্ঠনের আড়ালে তো ছিল দু'চারটে টিয়া

সে যেই রসেশ্বরী হল- তুমি কি শুনেছ তার 

                 আষাঢ়ে কেমন হয়েছিল আশা? 


আশা, অবলার অবোলা ভাষা!

আমাদের এক সন্ধ্যাবেলার মতন

       যেখানে ঘুমিয়ে আছে, কোলের ছেলের কোল

জানি,

পাণি দোলে, পানি বয়ে যায়

বীজন হয়, অন্ধের বেত


অভিরাম ছুটে মরে গেল যে,

সে কী শুনেছে কোথাও, 

প্রেত মরে হয়েছিল বিবক্ত পুরুষ 

ভক্ষিতের উদ্রেক!



পশলা বৃষ্টির আদলে ভিজে গেল

লখনউ ফেরত জর্দার ঘ্রাণ


তোমার বর্মে যত আলপনা ছিল

তারা কি ঢুকেছে কচ্ছপীর নাগালে?


অথচ কত বোধ ভেঙে গেছে দেখো,

নয়নতারার ডালে, রাখালশসার জমিতে


নীলচে আলোর মাঝে কৈপুল হয়ে...

কাপালিক বড়ো করেছে হৃদয়


পেচক হয়ে ঘুরেছ লক্ষ্মীর কাছে

আগত মূর্খামির প্রতিনিধি গোছে


উড়ে গেছে আঁশবটি, শোকহর্ষহীন

অস্থির হাওয়ার বিকল ব্যাপ্তিতে


ফার্ন গাছে পড়েছে জল বড় উৎসাহে

আঙুরের চাষে তাই ঢুকেছে সাহেবী নেশা