আর ঘুমিও না নয়ন মেলিয়া,

ঊঠরে মোসলেম ঊঠরে জাগিয়া,

আলস্য জড়তা পায়েতে ঠেলিয়া,

পূত বিভু নাম স্মরণ করি।


যুগল নয়ন করি উন্মীলন,

কর চারিদিকে কর বিলোকন,

অবসর পেয়ে দেখ শত্রুগণ,

করেছে কীদৃশ অনিষ্ট সাধন,

দেখো চাহিয়া অতীত স্মরি।