নির্জন প্রান্তরে ঘুরে হঠাত্ কখন,

হয়তো পেতেও পারি পাখিদের মন।

আর শুধু মাটি নয় শ্স্য নয়,

নয় শুধু ভার,

আর-এক বিদ্রোহী ধিক্কার–

পৃথিবী-পরাস্ত-করা উজ্জল উত্ ক্ষেপ।

আজো এরা মাঠে-ঘাটে মাটি খুঁটে খায়,

মেনে নেয় সব কিছু দায় ;

তবু এক সুনীল শপথ

তাদের বুকের রক্ত তপ্ত করে রাখে।

জীবনের বাঁকে বাঁকে, যত গ্লানি যত কোলাহল

ব্যাধের গুলির মতো বুকে বিঁধে রয়,

সে-উত্তাপে গ’লে গিয়ে হ’য়ে যায় ক্ষয়।

শুধু দুটি তীব্র তীক্ষ্ণ দুঃসাহসী ডানা,

আকাশের মানে না সিমানা।

কোনোদিন এ-হৃদয় হয় যদি একান্ত নির্জন,

হয়তো পেতেও পারি পাখিদের মন

–আর এক সূর্য-সচেতন।