নবীন পার্থ
নবীন পার্থ
লেখক / সংকলক : to.dehlij@gmail.com
নবীন পার্থ
প্রিয় শঙ্খ ঘোষের জন্য
তুমি তো শব্দ গড়ো
ভেঙেচুরে তৈরি করো
কলম কি বন্ধু তোমার?
যা ইচ্ছে করতে পারো !
কখনো তপ্ত পথে
রক্তের দাগ লেগেছে
কখনো ঝোড়ো হাওয়ায়
কড়া চাবুক গায়ে মেখেছে।
সেদিনের প্রেমের রাতে
কবিতা আঙ্গুল ছুঁলো
আমি কি ভুলতে পারি
এ আকালেও স্বপ্ন গুলো!
কলমে আগুন ঝরে
কলম আছে সহনশীলে
কলম তোমার রক্ত গড়ে
আছে লেখা আকাশ নীলে।
কলম তোমার এত সোচ্চার?
বুকে দেয় কঠিন সপথ -
মুষ্ঠি হোক শক্ত আরো
তৈরি হোক যৌথ খামার ।
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস