এম্প্যাথি



কৃষ্ণা মিশ্র ভট্টাচার্য







নাইফ এজে

নীলাম হয়ে যাচ্ছে

তাজমহল

মার্বেলের শ্বেত নীরবতায় প্রতি রাতে ঈশা খাঁ গোঙায়

মুমতাজ বেগমের হীরের নাকছাবি হাতে করুণ বাদশার চোখের জল এখন

আর ইতিহাস ও মনে রাখে না

যমুনার জল সরে গেছে

মুমতাজের পায়ের মল থেকে

বহুদূরে

বৃষ্টির হীরক কুঁচি তাজ থেকে গড়ায়

প্লাজমা টিভির বৈদ্যুতিন মেল বক্সে

মর্মর সাদা মিনার ছেড়ে শব্দরা সব

চরতে বেরোয়

রাজা কি মন্ডীর সরাই খানায়

রেল ষ্টেশনে

জিরো আওয়ারে চেয়ার ছুঁড়ে শূয়োরের খোঁয়াড় কাঁপায়

তস্করের দল



সন্ধী প্রস্তাবের খসড়া

ভেসে যায় লেক ল্যামনের নীল গভীরে

পতাকা শোভিত জেনিভ শহরের তরল ঈথার

পথুয়া হাওয়ায় মুদ্রা গা ঢাকে

সাব ওয়ের প্যাচালো সিঁড়িতে গাটারে

লোদিরোডের ক্রিমেটরিয়ামে

হায়দরাবাগের ফুলকুচিতে

লিটলবয়কে তর্জনী দেখিয়ে গাজাষ্ট্রিপ কালাহারি দারুচিনি বন

যুদ্ধের বর্ম জড়ায়

রেললাইনের পাথরে আটকে গেছে ইনভ্যালিড

হুইল চেয়ার

ব্যাক গার্ডেনের তার টপকে দুধপুলি মা

ছুটে যায়

দুচোখে তার বুদ্ধের করুণা

 কালো শরীর বেয়ে ভালবাসা

রেতবিন্দুর মতো ঝরে

জীবনকে চুমু খেয়ে

জাম রঙা মেয়েটি

মাছরাঙা ডানায় উড়ে যায়

বৃষ্টি মাখা আকাশের নীলে---