নদীর কূল নাই-কিনার নাইরে;

আমি কোন কূল হইতে কোন কূলে যাব

কাহারে শুধাইরে?

ওপারে মেঘের ঘটা, কনক বিজলী ছটা,

মাঝে নদী বহে সাঁই সাঁইরে;

আমি এই দেখিলাম সোনার ছবি

আবার দেখি নাইরে;

আমি দেখিতে দেখিতে সে রূপ

আবার দেখি নাইরে।


বেসম নদীর পানি, ঢেউ করে হানাহানি,

ভাঙা এ তরনী তবু বাইরে,

আমার অকূলের কূল দয়াল বন্ধুর

যদি দেখা পাইরে।