পথ হারিয়ে ভীত পথিক এদিক ওদিক চায়

আশেপাশে আছে কি কেউ যদি পাওয়া যায়।

হঠাৎ করে নীল আকাশে কালো ঘোড়া নাচে

তাইতো দেখে পথিক এবার দৌড়ে যেন বাঁচে।

পথ হারিয়ে এভাবেই সে দিশেহারা আজ

এমন সময় কেনই-বা মেঘ দিলো কালো সাজ।

এরই মাঝে হঠাৎ করে হলো বজ্রপাত

বজ্রপাতের বিকট শব্দে মাথায় পড়লো হাত।

শব্দ শুনে দূরে থেকে কত মানুষ এলো

এই বিপদে পথিক এবার লোকের দেখা পেলো।

অবশেষে তাঁরা তাকে পথ দেখিয়ে দিলো

বিপদ যেন বিপদ থেকে উদ্ধার করে নিলো।

বিপদে তাই করো না কেউ পথিকের ঐ ভয়

একটি বিপদ তাড়াতে যে অন্য বিপদ হয়।