শালপিপাসার কয়েক ছত্র



১.

বাজছি

ভীষণভাবে বাজছি

মেঠো পথটি ধরে

চলো বন্য হই

আরো একবার

অরণ্যের বিবিধ

যাপনতৃণে

গুল্ম ও বৃক্ষে

ছবি ও ছায়ায়

ফ্রেম বন্দি যে অস্তআলো

যেভাবে দেখতে চাও

ঐ দিগন্ত নিয়ন

ছলাৎ ক্যানভাস

শালেদের আড়াল

এসো প্রতিটি চুমুর প্রেক্ষিত আঁকি

নামকরণ করি

আমাদের সান্ধ্যসঙ্গমের




২.


              মন...

      আলো. .  .

শব্দ.   .   .


নীল     নিভছে

           নিভছে না

আলো পুড়ছে

           পুড়ছে না

ব্ল্যাকহোল হারাচ্ছে

            হারাচ্ছে না


শালপাতামোড়া একরাশ খিদে

শীলাবতীর চরে

চলো কিছু টুকরো করি

কবর দিই


চাঁদের গায়ে চাঁদ লেগেছে

অথবা

কিছুই লাগছে না


৩.


আমার প্রতিটি আধসেদ্ধ ইচ্ছেয়

অনন্ত শালবন আঁকা

আর হাঁড়ির ভেতর ফুটে ওঠে

এক মহাজাগতিক যাদু

এভাবে আশ্চর্য দুপুরগুলো সাদা হয়  

আর দূরে কোথায় যেন দূর ডেকে ওঠে