মান রাখা দায়
মান রাখা দায়
লেখক / সংকলক : মদনমোহন তর্কালঙ্কার
মনে করি বারে বারে,
আর না হেরিব তারে,
নিষেধ না মানে আঁখি,
তারি পানে ধায় লো।
মনে মনে করে থাকি,
কথা না কহিব ডাকি,
না দেখিতে আগে কোড়া,
মুখে হাসি পায় লো।।
তবু যদি সহচরী,
মন কে কঠিন করি,
সে জানে দেখিবা মাত্র,
রোমাঞ্চিত কায় লো।
অতএব তারে দেখে,
আপনা বজায় রেখে,
কি রূপে সাধিব মান,
বল না আমায় লো।
আর না হেরিব তারে,
নিষেধ না মানে আঁখি,
তারি পানে ধায় লো।
মনে মনে করে থাকি,
কথা না কহিব ডাকি,
না দেখিতে আগে কোড়া,
মুখে হাসি পায় লো।।
তবু যদি সহচরী,
মন কে কঠিন করি,
সে জানে দেখিবা মাত্র,
রোমাঞ্চিত কায় লো।
অতএব তারে দেখে,
আপনা বজায় রেখে,
কি রূপে সাধিব মান,
বল না আমায় লো।
Review Comments
সোসাল মিডিয়া কামেন্টস