।।বারোমাসই ঘুরেফিরে আসে।।

অনিমেষ সিংহ 



এখানে শ্বাসপ্রশ্বাস নেওয়া যায়!


অশুভ আত্মার জেলিময় বিভ্রান্তি এখানে।

অযোনিসম্ভবা কিছু পুংলিঙ্গ, কুমারীর ডিমে বুঁদ হয়ে খুঁজে ফেরে--

প্রেমজ তরল!

বয়ে যায় আমাদের পশ্চাদপদ জনবসতি৷, সূক্ষ্ম এক আলোকরেখার দিকে।


রুক্ষ মাটি, রুক্ষভাষী মানুষের সাথে বেঁচে থাকা

এই লুণ্ঠনকারী সভ্যতায়-

প্রেম খোঁজে কেন, ভোরের বাতাস!

অপূর্ব মিথ্যে সকল, শিখতে শিখতে জ্ঞানী হয়ে ওঠা সমাজে

প্রেম কেন খোঁজে, নিত্য পথচারী?


প্রেম, সেপ্টেম্বরে আসেনি

ডিসেম্বরে আসেনি

বিশ্বযুদ্ধে আসেনি


পাতা ঝরার দিনেও হয়ত, গর্হিত আনন্দের সাথে চলে যাবে

পাইনের কোনো অরণ্যে!

মানুষেরা, কারুকার্যময় একাকীত্ব নিয়ে  গভীর ডিপ্রেশনে ডুবে থাকবে


বৈশাখে মৃত্যু হলে,  তারাও জেলিময় থকথকে আত্মা হয়ে

বারেবারে দল বদল করতে করতে একদিন-

কবিদের স্বরচিত স্বর্গে নেমে আসবে মাফিয়াদের মতো-


আষাঢ়মাসে, সরকার ঠিক নিয়ে যাবে এসে প্রেমের রাজস্ব,

হাতাশার রাজস্ব,

শ্বাসপ্রশ্বাস নেওয়ার রাজস্ব--


আমাদের, বারোমাসই ঘুরেফিরে আসে এভাবে;

প্রেম আসে না--


।।সুন্দর এবং সত্য।।


অভিযোগ নেই আমার


সবই তো সুন্দর, সত্য

হত্যা অথবা মাফিয়া এমনকি ছুরির তম্বী শরীর


মাফিয়ার গালে টোল পড়ে

টোল দেখে ফিদা হই সেই স্কুলজীবন থেকে


অভিযোগ নেই


সবই তো সত্য, সুন্দর

মদের বোতল অথবা টিভি সিরিয়াল এমনকি ভারতীয় রাজতন্ত্র


চারিদিকে ফুল ফোটে

এবং সূর্য উঠলেই, রক্তের দাগ মুছে যায়

আশ্চর্য জাদুকর, আশ্চর্য জোকারের পৃথিবী