Descriptions
লুই পা চর্যাপদের আদি কবি। চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন।ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে ১৯০৭ সালে চর্যাচর্য বিনিশ্চয় নামক পুথিটি আবিষ্কার করেন।বাংলা সাহিত্যের এই আদি নিদর্শন সম্পর্কে সাহিত্যিক ও বাঙালি পাঠকের কৌতূহলের অন্ত নেই।চর্যাপদের মোট পদকর্তা ২৪ জন। তার মধ্যে লাড়ী ডোম্বীপার কোন পদ পাওয়া যায়নি।অনেকের মতে, চর্যাপদের আদিকবি লুইপা।